Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বিশেষ সেল গঠন

স্পেশাল করসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ২০:২৫

ঢাকা: জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে একটি বিশেষ সেল গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সেল জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করা, আহতদের চিকিৎসা ও তাদের পরিবারকে সহায়তা দিতে কাজ করবে।

সোমবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এই সেল গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

১০ সদস্যের এই সেলের প্রধান হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। সেলের অন্যান্য সদস্যরা হবেন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব পর্যায়ের চারজন কর্মকর্তা। চিকিৎসক ও বিশেষ প্রতিনিধি থাকবেন দুজন। ছাত্র প্রতিনিধিও থাকবেন দুজন— আব্দুল্লাহ সালেহীন অয়ন ও সিনথিয়া জাহিন আয়েশা। এ ছাড়া তথ্য অধিদফতরের একজন প্রতিনিধি এই সেলের সদস্য থাকবেন।

আদেশে আরও বলা হয়, আহতদের চিকিৎসা ও তাদের পরিবারকে সহায়তা দিতে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় এই সেল গঠন করা হলো।

সারাবাংলা/জেআর/এইচআই

গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

‘চট্টগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব’
২৮ অক্টোবর ২০২৪ ২০:৪২

সম্পর্কিত খবর