খুলনায় বাসের ধাক্কায় বিজিবি সদস্য নিহত
২৮ অক্টোবর ২০২৪ ২২:২৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ২২:২৪
খুলনা: জেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে মুরাদ হোসেন (৩৯) নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর খালিশপুর থানার বিআইডিসি রোডের চিত্রালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ নড়াইলের কালিয়া থানার বড় কালিয়া এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোড চিত্রালী বাজারের সামনে বিজিবি সদস্য মুরাদ মোটরসাইকেলে ওপর বসে ছিলেন। এ সময়ে পেছন থেকে একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ফলে মুরাদ মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) বিএম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। মুরাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।’
সারাবাংলা/এইচআই