স্ত্রীকে জবাই করে মায়ের গলায় ছুরি
২৮ অক্টোবর ২০২৪ ২৩:০৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ২৩:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশে এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার গাছবাড়িয়া সৈয়দাবাদ ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনায় ঘটে।
জানা গেছে, খুনের শিকার ওই গৃহবধূর নাম বিউটি বেগম বলে এবং তার স্বামীর নাম জমির উদ্দিন চৌধুরী (৪৮)। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা সারাবাংলাকে জানান, ‘ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে বিউটির লাশ উদ্ধার করে। তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে খুন করে তার স্বামী জমির। স্ত্রীকে খুনের পর জমির তার বৃদ্ধ মায়ের গলায় ছুরি ধরে বসে ছিল। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছায়। এরপর সম্মিলিত চেষ্টায় তার মাকে পুলিশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘জমির কিছুটা মানসিক বিকারগস্ত বলে আমরা জানতে পেরেছি। একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল সে। তাকে আমরা হেফাজতে নিয়েছি। তার স্ত্রীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/আইসি/এইচআই