Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা ক্লাব রিয়াল, পুরস্কার নেওয়ার ছিলেন না কেউই!

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ০৯:০৯

চ্যাম্পিয়নস লিগ জয়ের পর রিয়াল

ফ্রান্সের প্যারিসে বসেছিল ফুটবলের তারকাদের মেলা। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে একে একে নানা ক্যাটাগরিতে ট্রফি তুলে দেওয়া হচ্ছিল বিজয়ীদের হাতে। তবে তারকাদের এই মেলায় অনুপস্থিত ছিল রিয়াল মাদ্রিদ। ক্লাবটির কোনো ফুটবলার, কোচ ও ম্যানেজমেন্টের কেউ উপস্থিত ছিলেন না পুরস্কার বিতরণী অনুষ্ঠানে! আর তাই গত মৌসুমের সেরা ক্লাবের পুরস্কার জিতলেও সেই ট্রফি গ্রহণ করার মতো ছিলেন না কেউই!

বিজ্ঞাপন

গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে রিয়ালের। লা লিগায় দাপট দেখিয়ে রেকর্ড ৩৬তম লিগ শিরোপা ঘরে তোলে রিয়াল। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও অবিশ্বাস্য পারফর্ম করেছে মাদ্রিদ। ইতিহাস গড়ে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের উল্লাসে মাতে রিয়াল।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে এমন পারফরম্যান্সের সুবাদেই সেরা ক্লাবের খেতাব জিতেছে রিয়াল। ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন তারা। তবে সেই পুরস্কার নেওয়ার জন্য প্যারিসে ছিলেন না মাদ্রিদের কেউই! অনুষ্ঠানের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল, ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি অর পাবেন না বলেই অনুষ্ঠান বয়কট করছে পুরো রিয়াল দল। রিয়ালের পাশাপাশি পুরস্কার জিতেছেন কোচ কার্লো আনচেলত্তিও। বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন তিনি। তার পুরস্কার গ্রহণ করারও কেউ ছিল না।

শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হয়েছে। প্যারিসে গত রাতের জমকালো অনুষ্ঠানে ছিল না রিয়াল মাদ্রিদ। এজন্যই তাদের বর্ষসেরার পুরস্কারটাও কেউ গ্রহণ করতে পারেননি।

মেয়েদের বিভাগে গত মৌসুমের বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে বার্সেলোনা। গত মৌসুমে তারা জিতেছিলেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ।

সারাবাংলা/এফএম

ব্যালন ডি অর রিয়াল মাদ্রিদ সেরা ক্লাব

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর