Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা নিষিদ্ধ করল ইসরায়েল, গাজায় ত্রাণ নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ০৯:৪৪

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ নিষিদ্ধে বিল পাস ইসরায়েলের

জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে বিল পাস করেছে ইসরায়েল। ‘বিতর্কিত’ এই বিলে আগামী তিন মাস ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে এই সংস্থাটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইসরায়েলের এ উদ্যোগের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার ও সহায়তা সংস্থাগুলো। ইসরায়েলের মিত্র দেশগুলো পর্যন্ত এ পদক্ষেপে উদ্বিগ্ন বলে জানিয়েছে। তারা বলছে, এর ফলে গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ তৎপরতা ব্যাপকভাবে ব্যাহত হবে।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়, সোমবার (২৮ অক্টোবর) ইসরায়েলের সংসদে বিলটি পাস হয়েছে। এই বিলের ফলে ইউএনআরডব্লিউএর কর্মীদের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের যোগাযোগও নিষিদ্ধ করা হবে। এতে গাজা ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সংস্থাটি ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

ইউএনআরডব্লিউএ যুদ্ধবিধ্বস্ত ও যুদ্ধের মধ্যে থাকা গাজার বাসিন্দাদের খাদ্য, স্বাস্থ্য সেবা ও শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা দিয়ে আসছে। ইসরায়েল সংসদে পাস হওয়া বিলের জের ধরে নিষেধাজ্ঞা কার্যকর হলে সংস্থাটির কর্মীদের ইসরায়েলের ভেতরেও আর আইনি সুরক্ষা থাকবে না।

ইসরায়েলের অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর দেশটিতে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএর অনেক কর্মী সরাসরি জড়িত ছিলেন। সংস্থাটির কর্মীদের মধ্যে কেউ কেউ হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠনের সদস্য হিসেবেও কাজ করছেন বলে মনে করে ইসরায়েল। জাতিসংঘ এ অভিযোগ তদন্ত করে অভিযুক্ত ৯ জনকে বরখাস্ত করেছিল। তবে ইসরায়েল বৃহত্তর পরিসারে অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ হাজির করেনি বলেও জানিয়েছিল জাতিসংঘ।

বিজ্ঞাপন

খোদ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইউএনআরডব্লিউএর কর্মীরা ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তাদের এসব কর্মকাণ্ডের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। তবে গাজার বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নেতানিয়াহু গাজায় মানবিক সহায়তা অব্যাহত থাকার কথা বললেও ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ হলে সেই সহায়তা অব্যাহত থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ তৎপরতার বড় একটি অংশই পরিচালনা করে থাকে এই সংগঠনটি।

ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি এই সিদ্ধান্তের সমালোচনা করে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ইসরায়েল সংসদের এই ভোট জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইউএনআরডব্লিউএকে অপবাদ দেওয়ার জন্য চলমান প্রচারের অংশ এটি। এর ফলে ফিলিস্তিনিদের দুর্দশা আরও বাড়াবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলের এই পদক্ষেপকে চরম ক্ষতিকর হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, ‘এই বিল পাসের ফলে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানের প্রক্রিয়া এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর ক্ষতিকর প্রভাব পড়বে।’

কেবল জাতিসংঘ বা ইউএনআরডব্লিউএ নয়, ইসরায়েলের মিত্র দেশগুলোও এ পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ কয়েকটি দেশ রয়েছে এই তালিকায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একে ‘সম্পূর্ণ ভুল’ আখ্যা দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ‘এ সিদ্ধান্ত গাজায় সহায়তা কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলবে।’

মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ইউএনআরডব্লিউএ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অধিকৃত ওই অঞ্চলের ২০ লাখেরও বেশি অধিবাসীর প্রায় সবাই এই সংস্থাটির সহায়তা ও সেবার ওপরই নির্ভরশীল।

সোমবার ইসরায়েলের সংসদ কেনেসেটে বিপুল ভোটে পাস হয় ইউএনআরডব্লিউএ নিষিদ্ধ করার বিলটি। এর ফলে পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদর দফতরও বন্ধ হয়ে যাবে।

সারাবাংলা/এনজে/টিআর

ইউএনআরডব্লিউএ ইসরায়েল নিষিদ্ধ বিল পাস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর