Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরের বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ০৯:৫৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনের মধ্যে একজনের শরীরের শতভাগ পুড়ে গেছে। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুরে ‘সাততলা নীল বিল্ডিং’ নামে পরিচিত ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।

বিজ্ঞাপন

দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ওই ভবনের সপ্তম তলায় থাকেন তুষার, ষষ্ঠ তলায় থাকেন জামাল। জামিল থাকেন জুরাইন বাগানবাড়ি এলাকায়। গত রাতে জামিল ওই বাসায় যান। তিনি ও জামাল মিলে সপ্তম তলায় তুষারের বাসায় আড্ডা দিচ্ছিলেন। সেখানেই মধ্যরাতে আচমকা বিস্ফোরণে তিনজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মো. দিপু বলেন, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে এসেছি। ডাক্তাররা বলছেন, ওদের তিনজনের কারও অবস্থাই ভালো না। রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।

জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন জামিল মাঝে মধ্যেই শ্যামপুরে তুষার-জামালদের বাসায় যেতেন। ভোরের দিকে তার দগ্ধ হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে এসেছেন। দুর্ঘটনার বিষয়ে কিছু জানা নেই তার।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, শ্যামপুর থেকে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। জামিলের শরীরের ৫৫ শতাংশ ও জামালের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/টিআর

গ্যাস বিস্ফোরণ বার্ন ইনস্টিটিউট শ্যামপুর

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর