সংযুক্ত আরব আমিরাতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ মার্চ হিজরি বর্ষপঞ্জির রমজান মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে ওই দিন থেকেই শুরু হবে এক মাসের সিয়াম সাধনা।
গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এতে বলা হয়েছে, চূড়ান্ত দিনক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাস জুড়ে রোজা রাখেন শারীরিকভাবে সমর্থ মুসলিমরা। এক মাস সিয়াম সাধনার পর আসে অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
গুরুত্বপূর্ণ এই মাস শুরু হতে আর মাস চারেক বাকি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রমজানের জন্য দিনগণনা শুরু হয়েছে গেছে।
আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৫ সালের ১ মার্চ থেকে দেশটিতে রমজান শুরু হতে পারে। তবে সুনির্দিষ্ট সময় চাঁদ দেখার ওপর নির্ভর করবে। নির্দিষ্ট দিনে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে চাঁদ দেখা কমিটি।
বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্তভাবে হিজরি মাস ঘোষণা করে থাকে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন হিজরি নতুন মাস শুরু হয়, বাংলাদেশে ওই মাস শুরু হয় সাধারণত তার পরদিন।