Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার
২৯ অক্টোবর ২০২৪ ১১:২৩

সড়ক দুর্ঘটনা, প্রতিকী ছবি

ঢাকা: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন (৪০) পিকআপভ্যানের চালক ছিলেন।

হাসপাতালে পথচারী জহিরুল ইসলাম জানান, ‘রাত ১টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর দিয়ে প্রাইভেটকার নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আমার গাড়ির সামনেে এসে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যান।’

তিনি আরো জানান, ওই ব্যক্তি পিকআপ চালক। তার সাথে পিকআপের হেলপারও ছিল। মোবাইল ফোনে কথা বলতে বলতে পিকআপ চালিয়ে যাচ্ছিলেন তিনি। তখন হাত থেকে মোবাইল রাস্তায় পড়ে গেলে পিকআপ থামিয়ে মোবাইল আনতে রাস্তায় নামেন তিনি। পরে একটি যানবাহনের চাপায় গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মহাখালী থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

বইপাড়ায় বর্ণমালার উদ্ভাস। ছবি
৩ ডিসেম্বর ২০২৪ ১২:৪১

আরো

সম্পর্কিত খবর