Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে করা রিট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১১:৩৩

আওয়ামী লীগসহ ১১ রাজনৈতিক দলের লোগো

ঢাকা: আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

অন্য ৯টি রাজনৈতিক দল হলো– জাসদ, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) (দিলীপ বড়ুয়া), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিজ্ঞাপন

একইসঙ্গে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়ার রিটও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রিটকারীদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ বিষয়ে রিট দায়ের করেন।

আদালতে রিটকারীদের আইনজীবী আহসানুল করিম বলেন, রিটকারীরা আর রিট আবেদনটি চালাতে চান না। এ কারণে হাইকোর্ট রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

রিট আবেদনে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছিল।

পাশাপাশি তিনটি নির্বাচনের গেজেট নোটিফিকেশন বাতিল চাওয়া হয় রিটে। এই তিনটি নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের সব সুযোগ-সুবিধা ফেরত নিতে বলা হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২৯ অক্টোবর ২০২৪ ১১:২৩

‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই’
২৯ অক্টোবর ২০২৪ ১১:২১

বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি
২৯ অক্টোবর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর