ছাত্র আন্দোলনে শহিদ ৩০০ পরিবারকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা
২৯ অক্টোবর ২০২৪ ১৩:৩৩
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন শহিদ হওয়া ৩০০ পরিবারকে ১ লাখ টাকা করে ৩ কোটি টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এরমধ্যে ১০৯ জন এতিম, সাধারণ ১৮৯টি এবং দুটি হিন্দু পরিবার রয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে নিহত পরিবারের সদস্যদের কাছে চেক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
সভাপতির বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ছাত্র আন্দোলনে নিহত হওয়া প্রত্যেকের বাসায় আস সুন্নাহ ফাউন্ডেশন গিয়েছে। তাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহত পরিবারের মধ্যে প্রকৃত হকদারকে নির্বাচন করা হয়েছে৷ এই কয়েকটি কারণে সহায়তা প্রদান বিলম্বিত হয়েছে, কারণ সবচেয়ে হকদারকে নির্বাচিত করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন।’
তিনি বলেন, ‘সহায়তা প্রদানের ক্ষেত্রে ১০৯ জন এতিম ও দুটি হিন্দু পরিবারসহ ১৯১ জনকে ১ লাখ টাকার চেক দেওয়া হচ্ছে। তবে এই প্রজেক্টের জন্যে কোন ফান্ড কালেক্ট করা হয়নি৷ আমরা সব সময় হতাহত পরিবারগুলোর পাশে থাকবো।’
শহিদ পরিবারের উদ্দেশ্যে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আপনারা যা হারিয়েছেন তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন এই প্রকল্প নিয়ে যা কাজ করছে, এরমধ্যে আজকে যে সহায়তা করা হচ্ছে তা অতি ক্ষুদ্র। আমাদের সামর্থ্য অনুযায়ী বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত আহত ১ হাজার ৪৬৯ জনকে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছি।’
স্বাগত বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন খুব ছোট একটা প্রতিষ্ঠান। সেই জায়গা থেকে যখন আন্দোলনের হতাহতের ঘটনা ঘটে তখন আমাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে বৈষম্যবিরোধী হতাহতদের ও নিহত পরিবারের পাশে ঝাঁপিয়ে পড়ি। আমরা আপনাদের পাশে থাকতে চাই।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এরপর কয়েকটি শহিদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। সবশেষে ৩০০ পরিবারের প্রত্যেকের কাছে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনে আহত ১৪৬৯ জনকে ইতোপূর্বে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
সারাবাংলা/ইএইচটি/এমপি