Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাবস-জর্জিতে বড় স্কোরের পথে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১৪:৪৪

বড় জুটি গড়েছেন স্টাবস-জর্জি

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে এইডেন মার্করামকে হারিয়ে ১০৯ রান তুলেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় সেশনেও দুর্দান্ত ব্যাটিং করে সেশনটা নিজেদের করে নিয়েছেন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস।  জর্জির দুর্দান্ত এক সেঞ্চুরি ও স্টাবসকে নিয়ে তার শতরানের জুটির সুবাদে চা বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২০৫ রান।

প্রথম সেশনেও বাংলাদেশকে চাপে রেখেছিলেন দুই প্রোটিয়া ওপেনার। সেই সেশনের ১৮তম ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। প্রোটিয়াদের একটি মাত্র উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। ৩৩ রান করা মার্করামকে ফিরিয়েছিলেন তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় সেশনে বিবর্ণ ছিল বাংলাদেশের বোলিং। এই দুই ঘন্টায় দক্ষিণ আফ্রিকার কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশের বোলাররা, তৈরি করতে পারেনি উইকেট নেওয়ার তেমন কোনো বড় সুযোগও। মিরাজ-তাইজুলদের হতাশ করে পুরো সেশনেই ছড়ি ঘুরিয়েছেন জর্জি-স্টাবস জুটি। সেশনের প্রথম ঘন্টায় রানের গতি কিছুটা ধীর হলেও শেষের ঘন্টার রান উঠেছে দ্রুতই।

বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন জর্জি। নিজের ৮ম ম্যাচে ব্যাটিংয়ে নেমে চা বিরতির ঠিক আগে সেঞ্চুরি পেয়েছেন তিনি। পুরো সেশনে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন স্টাবস। এই জুটি পার করেছেন শতরান। জর্জি-স্টাবসের ১৩৬ রানের দারুণ এক জুটির সুবাদে দলের স্কোরও পার হয়েছে ২০০।

চা বিরতি পর্যন্ত ১০১ রানে অপরাজিত আছেন জর্জি। এই ইনিংস খেলার পথে তিনি মেরেছেন ৮টি চার ও ২টি ছক্কা। ৩টি চার ও একটি ছক্কায় সাজানো ৬৫ রানের ইনিংসে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন স্টাবসও।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

আবারও সালমানকে হত্যার হুমকি
২৯ অক্টোবর ২০২৪ ১৮:০৩

হিলিতে পেঁয়াজের কেজি ৩ টাকা
২৯ অক্টোবর ২০২৪ ১৭:৪২

সম্পর্কিত খবর