Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাঁজা গাছসহ চাষি আটক


৯ জুন ২০১৮ ১৩:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।  

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ১৭টি গাঁজা গাছসহ উত্তম কুমার ঘোষ (৪২) নামে এক চাষিকে আটক করেছে র‍্যাব।

শনিবার (৯ জুন) সকালে উপজেলার সোনাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত প্রভাস চন্দ্র ঘোষের ছেলে।

র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, উত্তম দীর্ঘদিন ধরে তার বাড়ির জমিতে নেপিয়ার ঘাস চাষের আড়ালে বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজা চাষ করে আসছিলেন। শুক্রবার (৮ জুন) তিনি ঘাসগুলো কাটার পর গাঁজা চাষের বিষয়টি দৃশ্যমান হয়। স্থানীয়রা বিষয়টি দেখে আমাদের খবর দেন। পরে শনিবার সকাল ৭টার দিকে সেখানে গিয়ে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি গাঁজা গাছ উদ্ধার ও উত্তমকে আটক করা হয়।

উদ্ধার করা গাঁজা গাছসহ উত্তমকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর