Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২


২৯ অক্টোবর ২০২৪ ১৬:০৫

ডাকাতদলের সদস্য সনেট ও রুবেল। ছবি: সারাবাংলা।

নরসিংদী: নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. আবদুল হান্নান।

গ্রেফতারকৃতরা হলেন নরসিংদী সদর থানার সাটিরপাড়ার বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩)।

পুলিশ সুপার জানায়, সোমবার রাতে ব্রাহ্মনপাড়া এলাকার পাথরঘাট বালুর মাঠে ডাকাতির প্রস্তুতি নেয় তারা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছোরা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেন। এসময় ডাকাত দলের আরও পলাতক ১৩জনের নাম প্রকাশ করেন। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামী সনেটের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজীসহ ২০টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো