চুরির অপরাধে খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৯৫ লাখ টাকা জরিমানা
২৯ অক্টোবর ২০২৪ ১৭:৩৬
গাইবান্ধা: ১০০ মেট্রিক টন ধান, চাল ও গম চুরির অপরাধে বোনারপাড়া খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। সেইসঙ্গে তার ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে খাদ্য বিভাগ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান। এর আগে, গত ৭ অক্টোবর খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল খালেকের সই করা এক চিঠিতে এই আদেশ কার্যকর করতে বলা হয়।
চাকরিচ্যুত জিয়াউর রহমান ২০২২ সালে বোনারপাড়া খাদ্য গুদামে কর্মরত ছিলেন। চুরির ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়ি রংপুর সদর উপজেলার কেল্লাবন্দ এলাকার সরকার পাড়ায়।
খাদ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২২ মৌসুমে খাদ্য গুদাম থেকে ৭৬ মেট্রিক টন চাল, ২৪ মেট্রিক টন ধান ও প্রায় এক মেট্রিক টন গম এবং চার হাজার খালি বস্তা চুরি করে তিনি স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে বোনারপাড়া খাদ্য গুদাম থেকে নির্দেশ বহির্ভূত চাল তিনি নারায়ণগঞ্জ সিএসডিতে পাঠান। এসব চালের অধিকাংশ ট্রাক গুদামের বাইরে ও অবশিষ্ট ট্রাক গুদামের ভেতরে লোড দেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগ থেকে গোডাউনটি সিলগালা করা হয়। পরে গুদামের ধান-চাল হিসাব করে ওই পরিমাণ ধান-চাল ও গম ঘাটতি পাওয়া যায়। ঘটনার দিন থেকে জিয়াউর রহমান গোডাউনের চাবি রেখে পালিয়ে যান। পরে খাদ্য বিভাগের উচ্চ পর্যায়ের তদন্তে ১০০ মেট্রিক টন ধান-চাল ও গম চুরি করে বিক্রি করার অপরাধে ৭ অক্টোবর জিয়াউর রহমানকে স্থায়ী বরখাস্ত করেন এবং ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দেন।
এদিকে ঘটনার দিন থেকেই ওই কর্মকর্তা পলাতক রয়েছেন। এ ব্যাপারে জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘প্রজ্ঞাপন জারির তিন মাসের মধ্যে জিয়াউর রহমানকে জরিমানার ৯৫ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। অন্যথায় সরকারি পাওনা আদায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/পিটিএম