Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারের উন্নয়নে করণীয় নির্ধারণে সাংবাদিকদের সঙ্গে বিএসইসির মতবিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৭:৩৫

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

ঢাকা: পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন এবং বাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে করণীয় নির্ধারণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মহসিন চৌধুরী, ফারজানা লালারুখ ও আলী আকবর।

বিজ্ঞাপন

পুঁজিবাজারে চলমান অস্থিরতা কাটিয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারের উন্নয়নে খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। সেখানে বাজারে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষ করে ভালো ভালো কোম্পানিকে কিভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে।

তিনি বলেন, ফ্লোর প্রাইসের কারণে বিদেশি বিনিয়োগকারীরা অনেকটাই সরে গেছে। আমরা তাদের ফিরিয়ে আনতে কাজ করছি। নিরাপদ বাজার গড়ে তুলতে কমিশন কাজ করছে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, বাজারে তারল্য বাড়াতে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। আইসিবি সরকার থেকে ফান্ড নিয়ে কাজ করবে, আমরা তাদের সঙ্গে কথা বলব। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে প্রণোদনা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে মার্কেটের ডেপথ কীভাবে বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। সরকারি এবং বহুজাতিক কোম্পানিকে বাজারে আনার কাজ করছি, ভালো কোম্পানি এলে বাজারের গভীরতা বাড়বে।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, আমরা কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ছাড় দেব না। শুধু পুঁজিবাজার নয়, পুরো রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। পুঁজিবাজার আগের বাজারের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ হবে।

বিজ্ঞাপন

এ সময় পুঁজিবাজার বীটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) সভাপতি ও সারাবাংলার চীফ অব করেসপন্ডেন্টস গোলাম সামদানী, প্রথম আলোর বিজনেস অ্যাডিটর সুজয় মহাজন, যমুনা টিভির বিজনেস অ্যাডিটর আলমগীর হোসেন, বাংলাভিশনের বিজনেস অ্যাডিটর গোলাম মঈনুল আহসানসহ ১৫ জন সিনিয়র সাংবাদিক অংশ গ্রহণ করেন।

সারাবাংলা/জিএস/ইআ

পুঁজিবাজার মতবিনিময় সভা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর