Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সর্বোচ্চ নম্বর ৯৬.৫০

স্পেশাল করসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৭:৫৬

কৃষিবিজ্ঞান বিষয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ব্যুরো: কৃষিবিজ্ঞান বিষয়ের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ১০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর এসেছে ৯৬ দশমিক ৫০ ও সর্বনিম্ন নম্বর ৬৯ দশমিক ৫০।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কৃষিগুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ফলাফল চূড়ান্ত করা হয়।

সিভাসু’র জনসংযোগ দফতরের সিনিয়র উপ-পরিচালক খলিলুর রহমান জানিয়েছেন, ‘এবার মোট আসন সংখ্যার দ্বিগুণ শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। ফলাফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থী ১ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের নির্দিষ্ট পেইজে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। ২ নভেম্বর ফলাফল নিরীক্ষণের মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হবে।’

সিভাসু’র তত্ত্বাবধানে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা গত ২৫ অক্টোবর সারাদেশে ১১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এবার মোট আসন ৩ হাজার ৭১৮টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৭৫ হাজার ১৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫১ হাজার ৮৩৬ জন। উপস্থিতির হার ছিল ৬৯ দশমিক ১০ শতাংশ।

কৃষিবিজ্ঞান বিষয়ে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা হচ্ছে— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৮০টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এইচআই

কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষার ফল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর