খুবিতে স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান
২৯ অক্টোবর ২০২৪ ২০:৪১
খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ স্কিল্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স’ স্কলারশিপ অ্যাওয়ার্ড সিরিমনি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথি বলেন, শিক্ষাজীবন থেকেই গবেষণা কাজে যুক্ত হওয়া দারুণ অনুভূতি। বিশেষ করে গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান বিকাশের পাশাপাশি সমাজের কাছে নিজেদের মৌলিকত্ব তুলে ধরতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতি বছর বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান, এডভাইজার হিসেবে যে সকল শিক্ষক গবেষণাকাজে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবেন তাদের স্বীকৃতি প্রদান এবং স্পন্সরদেরও কৃতজ্ঞতা প্রকাশের জন্য স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উপাচার্য বলেন, শিক্ষা-গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতায় এ বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়োগ পেয়েছেন। তাদের একাডেমিক যোগ্যতা ও গবেষণার দক্ষতার কারণেই খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির ইভ্যালুয়েশন এসোসিয়েট (ফিচার) শামীমা পারভীন। সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন নাঈমুর রহমান মুন্না ও রুকাইয়া বিনতে সুজাউদ্দিন।
পরে ‘বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ স্কিল্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স’ স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর