সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার
৩০ অক্টোবর ২০২৪ ০১:২৭
ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরার নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে উত্তরায় আন্দোলনকারীদের হত্যার অভিযোগে উত্তরা পশ্চিম থানাতেই তিনটি মামলা রয়েছে তার নামে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে আব্দুস শহীদকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই সব মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে।’
জানা গেছে, শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে মারামারি, লুটপাটের দুটি মামলাও রয়েছে আব্দুস শহীদের নামে। ওসি হাফিজুর জানান, তাকে বুধবার তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
উপাধ্যক্ষ আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সবশেষ গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপি হন। নতুন মন্ত্রিসভায় তাকে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রথম জয় পান আব্দুস শহীদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে হুইপের দায়িত্ব পালন তিনি। ২০০১ সালে ফের এমপি নির্বাচিত হওয়ার পর বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পান। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এমপি হওয়ার পর বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সারাবাংলা/ইউজে/পিটিএম