Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ০২:৩৩

সড়ক দুর্ঘটনা, প্রতিকী ছবি

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে বেপরোয়া গতির ট্রাক্টরের (কাঁকড়া) ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী জুয়েল মিয়া (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বেতকাপা ইউনিয়নের ঝিলবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল উপজেলার মহদীপুর ইউনিয়নের বোর্ড বাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল সিএনজিচালিত একটি অটোরিকশায় গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে আসছিলেন। পথে ঝিলবান্দা এলাকায় বিপরীতমুখী বেপরোয়াগতির একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জুয়েল।

পলাশশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/পিটিএম

অটোরিকশা যাত্রী ট্রাক্টর ধাক্কা নিহত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর