Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ প্যাকেজ ঘোষণা আজ, কমতে পারে খরচ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১০:৩২

হজ প্যাকেজ ঘোষণা আজ

ঢাকা: আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এর আগে, সকাল ১১টায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসছে বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হবে।

সূত্র অনুযায়ী, কাবা শরিফ ও মসজিদে নবি থেকে দূরে আজিজিয়া এলাকায় বাড়ি নিয়ে থাকার ক্ষেত্রে হজ প্যাকেজের খরচ হবে প্রায় পৌনে চার লাখ ৭৩ হাজার টাকা। আর কাছের বাড়ির ক্ষেত্রে খরচ হতে পারে পাঁচ লাখ ৭০ হাজার টাকা। তবে এবার প্যাকেজে খাবার ও কোরবানির খরচ অন্তর্ভুক্ত থাকছে না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর বিশেষ প্যাকেজ করা হলেও তাতে সাড়া পাওয়া যায়নি, সে কারণে এবার ব্যয় কমানোর চেষ্টা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সারাবাংলাকে জানান, সরকারি ব্যবস্থাপনার সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে চার লাখ ৭৩ হাজার টাকা। এক্ষেত্রে বাড়ির দূরত্ব হবে তিন কিলোমিটারের মতো। গত বছরের সর্বনিম্ন প্যাকেজ থেকে খরচ কমবে এক লাখ টাকার মতো। আরেকটি প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ৭০ হাজার টাকার মতো। এক্ষেত্রে বাড়ির দূরত্ব হবে সর্বোচ্চ দেড় কিলোমিটার।

জানা গেছে, গত বছর বিমান ভাড়া এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা থাকলেও এবার তা কমে প্রায় এক লাখ ৬৭ হাজার টাকা হয়েছে। সেখানেও ২৭ হাজার টাকা কমবে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অন্যদিকে, বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হয় পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয়েছি ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

সারাবাংলা/জেআর/ইআ

হজ প্যাকেজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর