Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪ ১১:৪৪

সাফের ট্রফির সামনে বাংলাদেশ-নেপালের অধিনায়ক

দুই বছর আগে এই নেপালের কাঠমান্ডুতেই সাফের শিরোপা জিতে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর উল্লাসে মেতেছিলেন সাবিনারা। আজ সন্ধ্যা ৬.৪৫ মিনিটে সেই একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে সাফের ফাইনালে লড়বে বাংলাদেশ। তহুরা-সানজিদারা কি পারবেন সাফের শিরোপা ধরে রেখে নতুন ইতিহাস গড়তে?

এবারের সাফের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। কোচ পিটার বাটলারের সাথে দলের সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্বের কথা এসেছিল প্রকাশ্যেই। এসবের মাঝে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভুটান। গত আসরে এই ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করা বাংলাদেশ এবারও ভুটানকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে নাস্তানাবুদ করেই ফাইনালের টিকেট কাটে বাংলাদেশ। অন্য সেমিতে নাটকীয় টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী নেপাল।

কাঠমান্ডুতে গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি ঘটছে এবার। নেপালের বিপক্ষে ফাইনালের আগে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলছেন, শিরোপা জিতেই বাড়ি ফিরতে চান তারা, ‘অনেক বাধা পেরিয়ে মেয়েরা এই পর্যন্ত এসেছে। আমি সবসময় তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। তারা যেন একতাবদ্ধ হয়ে খেলতে পারে এই চেষ্টাই করি। মাঠে যেন মনোযোগের ঘাটতি না থাকে। গত ৩ ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেভাবেই ফাইনালে খেলতে চাই, জিততেও চাই।’

বিজ্ঞাপন

নিজেদের সেরাটা দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে ভাসতে চান সাবিনা, ‘দর্শক ম্যাচটা উপভোগ করবে। ফাইনাল কোনো দলের জন্যই সহজ হবে না। ৫০-৫০ চান্স থাকবে। তবে আমরা নিজেদের সেরাটা খেলেই চ্যাম্পিয়ন হতে চাই।’

সারাবাংলা/এফএম

নারী সাফ ফুটবল নেপাল বাংলাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর