Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১২:১৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১২:২৫

টঙ্গী পূর্ব থানা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশন রোড ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করে স্থানীয়রা। পরে গুরুতর আহত অবস্থায় এক ছিনতাইকারীকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। অপর ছিনতাইকারী শাহিন মিয়া (২২) পুলিশ হেফাজতে আছে।

বিজ্ঞাপন

নিহত জাফর উল্লাহ ফেনীর করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, জাফর উল্লাহ পেশায় একজন পোশাক কর্মী। মঙ্গলবার রাতে ঢাকার সবুজবাগ এলাকা থেকে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং জাফর উল্লাহর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও শাহিন ও সজিবকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে জাফর উল্লাহর মরদেহ উদ্ধার করে এবং ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

ফায়ার ফাইটার নয়নের দাফন সম্পন্ন
২৭ ডিসেম্বর ২০২৪ ০২:৩৫

আরো

সম্পর্কিত খবর