বগুড়ায় মাদকের টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
৯ জুন ২০১৮ ১৬:৩৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বগুড়া: বগুড়ায় মাদক সেবনের জন্য টাকা না পেয়ে লাঠির আঘাতে বাবাকে খুন করেছে ছেলে। ঘটনার পর এলাকাবাসী মাদকাসক্ত ছেলে মিজানুর রহমান মিজানকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করে।
শনিবার (৯ জুন) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কানতারা গ্রামে এই খুনের ঘটনা ঘটে।
জানা গেছে, কানতারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ কারণে ২০১১ সালে তার স্ত্রী তাকে তালাক দেয়। মাদকাসক্ত হওয়ার কারণে মিজানের অন্য কোথাও বিয়ে হয় হচ্ছিল না। বাড়ি থেকে টাকা নিয়ে সে নিয়মিত মাদক সেবন করতো।
শনিবার ভোরে নিজাম উদ্দিন সেহরি খাওয়া শেষ করলে তার ছেলে মাদক সেবনের জন্য বাবার কাছে ৫০০ টাকা দাবি করে। বাবা নিজাম উদ্দিন টাকা দিতে অস্বীকার করলে ছেলে লাঠি হাতে নিয়ে কিছু বুঝে উঠার আগেই বাবার মাথায় আঘাত করে। পরিবারের অন্যান্য লোকজন এগিয়ে এসে নিজাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, বাবাকে হত্যার অভিযোগে ছেলে মিজানকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিএম/এমআই