Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজের খরচ কমলো ১ লাখ ১২ হাজার টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৫:০০

পবিত্র কাবা শরিফ

ঢাকা: আগেই ঘোষণা ছিল এ বছর হজের খরচ কমতে পারে। সে অনুযায়ী নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী প্যাকেজ-১ এ খরচ হবে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। যা গত বছরের চেয়ে ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম। আর প্যাকেজ-২ এ খরচ হবে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এই প্যাকেজের মূল্য গতবছরের চেয়ে কমেছে ১ লাখ ১১ হাজার ৭০৭ টাকা।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসুল্লি হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ মূল্য হবে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।’

সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

সরকারি সাধারণ হজ প্যাকেজ-১

মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে তিন কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরিফ যাতায়াতে বাসের ব্যবস্থা, মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসন, মিনায় গ্রিন জোনে (জোন-৫) তাবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা থাকবে। মক্কার হোটেল/বাড়ি থেকে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনা ট্রেনে যাতায়াত করতে পারবেন মুসুল্লিরা।

বিজ্ঞাপন

এছাড়া, মিনা ও আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন। অ্যাটাচ বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ছয় জনের আবাসন। বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে। মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন। ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডের ব্যবস্থা থাকবে। প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কুরবানি) বাবদ ৭৫০ সৌদি রিয়াল অবশ্যই সঙ্গে নিতে হবে।

প্যাকেজ-২

মক্কায় হারাম শরীফের বাইরের চত্বর থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসন ব্যবস্থা। মদিনায় মার্কাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসন, মিনায় ইয়োলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় আপগ্রেডেড ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা। মক্কার হোটেল/বাড়ি থেকে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াত। অ্যাটাচ বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ছয় জনের আবাসন। বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে। মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন। ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডের ব্যবস্থা। প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কুরবানি) বাবদ ৭৫০ সৌদি রিয়াল অবশ্যই সঙ্গে নিতে হবে।

বেসরকারি এজেন্সির প্যাকেজ

মক্কায় হারাম শরীফের বাইরের চত্বর থেকে তিন কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরিফ যাতায়াতে বাস ব্যবস্থা। মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসন। অ্যাটাচ বাথসহ প্রতিরুমে সর্বোচ্চ ছয় জনের আবাসন ব্যবস্থা। মিনায় হজযাত্রীদের তাবু গ্রিন জোনে (জোন-৫) এবং ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন। মক্কা-মিনা-আরাফা-মুজদালিফা যাতায়াতের জন্য ট্রেন/বাস (প্রতি ১০০ জনে একটি বাস অথবা ৫০ জনের ডাবল ট্রিপ) ব্যবস্থা। মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন। এই প্যাকেজেও ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডের ব্যবস্থা। এছাড়া, প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কুরবানি) বাবদ ৭৫০ সৌদি রিয়াল অবশ্যই সঙ্গে নিতে হবে।

উল্লেখ্য, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। আর ২৯ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

সারাবাংলা/জেআর/ইআ/পিটিএম

ঘোষণা ড. আ ফ ম খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা হজ প্যাকেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর