সরকারকে নির্বাচনের দিকে দৃষ্টি দিতে অনুরোধ মির্জা ফখরুলের
৩০ অক্টোবর ২০২৪ ১৫:৫৫
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের দিকে দৃষ্টি দিতে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। তাই নির্বাচনের দিকে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি। হুটহাট সংস্কার ও আবেগবশত কোনো সিদ্ধান্ত নিলে রাষ্ট্র টিকিয়ে রাখা যাবে না। দেশ গভীর সংকটে পড়বে।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনপিপি এ আলোচনা সভা আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘১৬ বছর ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে অনেকে প্রাণ দিয়েছে। তাদের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তী সরকার।’
ড. ইউনুসের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের জনগণ আপনাকে শ্রদ্ধা করে। খেয়াল রাখবেন, আপনার শ্রদ্ধার জায়গাটি যেন নষ্ট না হয়। রাতারাতি সব কিছু ঠিক করা যাবে না। জনগণের অংশগ্রহণ ছাড়া সব সংস্কার কেউ মেনে নেবে না। এমন কিছু করা যাবে না যা দেশ ও জাতীর জন্য ক্ষতি হয়ে দাঁড়ায়। দেশ ও জাতি এখন কঠিন সময় পার করছে।’
বক্তব্যে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তত্ত্বাবধায়ক সরকার (১৯৯০ সালে গঠিত) তো তিন মাসে সুষ্ঠু-অবাধ নির্বাচন দিয়েছিল। তাহলে তিন মাসের মধ্যে কেন নির্বাচন করা যাবে না? ছাত্র-জনতার আন্দোলনের ফসল এই সরকার। আমরা সবাই মিলে এই সরকার গঠন করেছি। আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যে এই সরকার একটি সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন সংসদ উপহার দেবে।
অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকাঠামোর সংস্কার প্রক্রিয়ায় গুরুত্ব দিয়ে আসছে শুরু থেকেই। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, সব কিছু সংস্কার করা এই সরকারের কাজ নয়। সংস্কার করবে রাজনীতিবিদরা। রাজনীতিবিদ ছাড়া সংস্কার হয় না। সংস্কার করতে হলে জনগণের কাছে যান, জনগণ কী বলে তা শুনে সেভাবে কাজ করতে হবে। ৮০ দিন সরকারের কাছে খুব অল্প সময়, এখনো তিন মাসই পার হয়নি।
আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গে টেনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করেছে। অর্থনীতিকে মুচড়ে দেওয়া হয়েছে। ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে এই আওয়ামী লীগ সরকার। অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে গেছে, এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। ১৫-১৬ বছরের এসব জঞ্জাল ঠিক করতে সময় লাগে।
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করেছে। তবে আমাদের প্রত্যাশা ছিল, সার্চ কমিটি গঠন করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘নির্বাচন বিলম্বিত করা যাবে না। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, তা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’
ড. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গত ১৬ বছরে আমাদের নামে অনেক মামলা হয়েছে। সেই মামলাগুলোর জন্য এখনো আদালতে যেতে হচ্ছে। অথচ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ৫৪টি মামলা বাতিল হয়ে গেল!
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সারাবাংলা/এএইচএইচ/এমপি
ঢাকা রিপোর্টার্স ইউনিটি ন্যাশনাল পিপল'স পার্টি (এনপিপি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর