Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানছড়িতে ৩ ইউপিডিএফ কর্মী খুন, সড়ক অবরোধের ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৬:৩৫

প্রতিকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তিরঞ্জন পাড়ায় তিনজনকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।

বিজ্ঞাপন

এ ঘটনার পর বুধবার দুপুরে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা নিরন চাকমার সই করা এক বিবৃতিতে জেলা জুড়ে বৃহস্পতিবার অবরোধ ঘোষণা করা হয়।

ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তিরঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই আমাদের তিনজন কর্মী নিহত হন।’

অংগ্য মারমা আরও বলেন, ‘গত বছর এই সন্ত্রাসীরাই পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ আমাদের চার নেতাকর্মীকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।’

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘দুপুরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলার জন্য আসেনি।’

সারাবাংলা/এইচআই

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ইউপিডিএফ কর্মী খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর