Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত থেকে ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৬:৩২

ক্রিস্টাল মেথ আইস ও ৫০ ইয়াবা উদ্ধার। ছবি: সারাবাংলা।

কক্সবাজার: বান্দরবানে নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্তে থেকে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, সীমান্তে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা ছোট একটি বস্তা পেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বস্তার ভিতর থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সারাবাংলা/এসআর

ইয়াবা ক্রিস্টাল মেথ আইস নাইক্ষ্যংছড়ি বিজিবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর