অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন মিরাজ
৩০ অক্টোবর ২০২৪ ১৭:২৬
সাকিব আল হাসানের অবসরের ঘোষণার পর তাকেই মানা হচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার জগতের ভবিষ্যৎ। মেহেদি হাসান মিরাজ এবার ছাড়িয়ে গেলেন সাকিবকেই। টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিবকে টপকে প্রথমবারের মতো সেরা তিনে প্রবেশ করেছেন মিরাজ।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। সাকিবের অবসরের ঘোষণার পর থেকেই মেহেদি মিরাজের ওপর বেড়েছে প্রত্যাশার চাপ। অলরাউন্ডার মিরাজ ঘুচিয়ে দেবেন সাকিবের অভাব, বলা হচ্ছে এমনটাই।
সাকিব দেশে না ফেরায় তাকে ছাড়াই মিরপুর টেস্ট খেলতে নামে বাংলাদেশ। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিংয়ে নামা হয়নি তার। দুই ইনিংসে ৪১ ওভার বোলিং করলেও উইকেটশূন্য ছিলেন তিনি।
ওই ৯৭ রানের সুবাদেই অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন মিরাজ, পেছনে ফেলেছেন সাকিবকেও। আজ প্রকাশিত র্যাংকিংয়ে মিরাজ আছেন ৩ নম্বরে, তার রেটিং পয়েন্ট ২৯৪। ৪ নম্বরে নেমে যাওয়া সাকিবের পয়েন্ট ২৮০। ২য় স্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, তার পয়েন্ট ৩১৫। ৪৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
সারাবাংলা/এফএম