Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর আ.লীগের ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৭:১০

জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম

মেহেরপুর: জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে গাংনীস্থ নিজ নিজ বাসা থেকে তাদেরকে আটক করে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি দল।

এম এ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং একেএম শফিকুল আলম ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থিত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছে। এ কারণে তাদের আটক করে আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।

আটক দুজনকে মেহেরপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে গাংনী থানা সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এইচআই

আওয়ামী লীগ গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর