Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ হাজার ৩৫৬ কোটি টাকার এলএনজি আমদানি করবে সরকার

স্পেশাল করেসপনডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৭:৩০

ইউএসএ থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার

ঢাকা : যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এই এলএনজি সরবরাহ করতে মোট খরচ হবে এক হাজার ৩৫৫ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘সার, ছোলা, চিনি ও সয়াবিন তেল— এই চারটি পণ্য আমদানির প্রস্তাব ছিল। সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরা সবগুলো আমদানির অনুমোদন দিয়েছি। রমজান সামনে রেখে ছোলা ও তেল আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। ইচ্ছা আছে কিছু দিন পরে খেজুর আমদানির সিদ্ধান্ত নেওয়ার। সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।’

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে (৩১তম, সময়কাল ১২-১৩ নভেম্বর, ২০২৪) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি।

পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপন্সিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপ্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএর কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১৪ দশমিক ৫৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কিনতে ব্যয় হবে ৬৮৬ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।

বিজ্ঞাপন

সভায় একই পদ্ধতি অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে (৩২তম, সময়কাল ১৬-১৭ নভেম্বর, ২০২৪) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি।

পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপন্সিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপ্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ এই এলএনজি সরবরাহ করবে।

প্রতি এমএমবিটিইউ ১৪ দশমিক ৬৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কিনতে ব্যয় হবে ৬৬৯ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা। সব মিলিয়ে দুই কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

সারাবাংলা/জিএস/এসডব্লিউআর

এলএনজি আমদানি সরকারি অনুমোদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর