২ দিন পর রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল শুরু
৩০ অক্টোবর ২০২৪ ১৮:২০
রাজশাহী: দুই দিন পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকদের মারধর ঘিরে দুই জেলার শ্রমিক নেতাদের মধ্যে বিরোধ থেকে দুই দিন বাস চলেনি এই রুটে। এই দুদিন প্রায় ৬০ কিলোমিটার দূরত্বের দুই জেলায় যাতায়াতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুই জেলার মধ্যে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বুধবারও (৩০ অক্টোবর) তৃতীয় দিনের মতো এই রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনারের মধ্যস্থতায় বিকেল ৪টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।
শ্রমিকরা জানান, গত শনিবার রাতে রাজশাহীর একটি বাসে যাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জের এক বাস শ্রমিক। তার কাছে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ওই বাসের শ্রমিকদের মারধর করা হয়। এরপর রোববার দুই জেলার শ্রমিক নেতারা বৈঠকে বসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ আশ্বাস দিয়েছিল, আর কাউকে মারধর করা হবে না। কিন্তু সোমবার সকালে রাজশাহীর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জে গেলে আবারও ছয়জন শ্রমিককে মারধর করা হয়।
এরপর থেকে রাজশাহী থেকে কোনো বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে দিচ্ছিলেন না শ্রমিকেরা। চাঁপাইনাবগঞ্জ থেকেও কোনো বাস রাজশাহী আসছিল না। যাত্রীদের যাতায়াত করতে হচ্ছিল অটোরিকশায়।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বুধবার দুপুরে দুই জেলার শ্রমিক নেতাদের নিয়ে তার কার্যালয়ে বসেন এবং সবার মধ্যে সমঝোতা কোলাকুলি করিয়ে দিয়েছেন। এ ছাড়া আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর বিকেল ৪টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউআর