Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাসিত জীবনে বারবার দেশের কথাই মনে হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৯:১২

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক বক্তব্য দিচ্ছেন। ছবি: সারাবাংলা।

কিশোরগঞ্জ: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়েছে। আমাকে যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য করা হয়েছে। দীর্ঘ ৫ বছর ৭ মাস যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনে বারবার দেশের কথাই মনে হয়েছে। দেশে ফিরতে চেয়েছি।’

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেন, দেশে ফিরে আসা আটকিয়ে রাখার অধিকার কারও নেই, কোনো সরকারেও নেই। আমি যে প্রবাসে ছিলাম বুঝতে পেরেছি কত কষ্টে ছিলাম। আপনারা যদি মনে করেন উনি আনন্দে রয়েছেন, তা নয়।

করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল সিকদারের সঞ্চালনায় গণসংবর্ধনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ কাউস, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন।

প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর ৭ মাস যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক। ২৪ অক্টোবর তিনি দেশে ফেরেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

কিশোরগঞ্জ ড. এম ওসমান ফারুক বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর