Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাঁজাসহ আজগুবি গ্রামের ডালিম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৯:৩৭

গ্রেফতারকৃত মাদক কারবারি আজগুবি গ্রামের ডালিম। ছবি: সারাবাংলা।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ ডালিম হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডালিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের তুফান আলীর ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কাদিপুর এলাকা থেকে গাঁজা উদ্ধার ও ওই মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো, কাদিপুর এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় একাধিক চটের বস্তা তল্লাশি করে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় ডালিমকে। সে দীর্ঘদিন থেকে বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানায় মামলা হয়েছে।

সারাবাংলা/এসআর

গাঁজা গ্রেফতার মাদক কারবারি রাজশাহী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর