Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সানজিদাকে ফের বদলি, সঙ্গে আরও ১৪ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ২১:১৩

এডিসি সানজিদা আফরিন। ফাইল ছবি

ঢাকা: এডিসি হারুন কাণ্ডে আলোচিত পুলিশের নারী কর্মকর্তা এডিসি সানজিদা আফরিনকে ফের বদলি করা হয়েছে। সেইসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আরও ১৪ কর্মকর্তাকেও বদলির আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক আদেশে এ বদলি করা হয়। তবে বুধবার (৩০ অক্টোবর) এই আদেশের বিষয়টি জানাজানি হয়।

এর আগে, গত ২৪ অক্টোবর সানজিদা আফরিনকে রংপুর পিটিসিতে বদলি করা হয়। সেই বদলির আদেশ এক তরফাভাবে বাতিল করা হলো মর্মে নতুন আদেশে উল্লেখ করা হয়েছে। তবে অন্য ১৪ পুলিশ কর্মকর্তাকে নতুন বদলি করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

এডিসি সানজিদা আফরিন টপ নিউজ ফের বদলি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর