চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৬টি সোনার বার উদ্ধার
৩০ অক্টোবর ২০২৪ ২১:২৭
চুয়াডাঙ্গা: জেলার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৮৭০ গ্রাম।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে বুধবার (৩০ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা পৌনে ৬টার সময় গণমাধ্যম কর্মীদের পাঠানো এক ই-মেইল বার্তায় মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ‘গোপন খবরে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া মাছপাড়া দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। এ খবরে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিমসহ একদল বিজিবি সদস্য সীমান্তের ৯৫/৩-এস খুঁটি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছপাড়ায় অবস্থান নেয়। দুপুর পৌনে ২ টার সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। এ সময় চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকরা প্যাকেটের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ৬টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকরা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া এবং সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হবে বলে তিনি জানান।
সারাবাংলা/এইচআই