রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু
৩০ অক্টোবর ২০২৪ ২১:২৮
ঢাকা: রাজধানীর মিরপুরে বাউনিয়াবাঁধ এলাকায় দুইপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আয়েশা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বাউনিয়াবাঁধ এলাকার ১৭/১৮ বাসায় এ ঘটনা ঘটে। আয়েশা খাতুনের স্বামী বাসচালক। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ওই এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আয়েশা খাতুন ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন।
জানা গেছে, দুপুরের দিকে অস্ত্রধারী সন্ত্রাসী মমিন, শাবু, সম্রাট, শামিম, জয়নাল, ইদ্রিস, কালা মোতালেব, কামাল, জাহাঙ্গীর, ভেজাল মামুন, জয়, ইউনুস, রুবেলসহ ১০/১২ জন ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ফতের ভাই মামুনের কাছে চাঁদা না পেয়ে গুলি করতে থাকে। এ সময় আয়েশা বাড়ির ২য় তলা থেকে দেখতে গেলে মাথায় গুলি লাগে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার অফিসার ই্নচার্জ (ওসি) নজরুল ইসলাম মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/ইউজে/এসআর