Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটে টিকে গেল বেসিসের কার্যনির্বাহী কমিটি, সংস্কারের পর নির্বাচন

এমদাদুল হক তুহিন, সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ২৩:০৮

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আড়াই মাস পর পদত্যাগ করেছেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ। শুধু সভাপতি নয়, পুরো কার্যনির্বাহী কমিটিরই পদত্যাগ দাবি করেছিল বেসিস সদস্যের একটি অংশ। দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ শেষ পর্যন্ত ভোটে গড়ায়। সেখানে বড় ব্যবধানে জয় এসেছে বর্তমান কার্যনির্বাহী কমিটির পক্ষেই।

বিজ্ঞাপন

অটোমেটেড ইলেকট্রনিক ভোটিং প্রক্রিয়ায় ৭৭ শতাংশ বেসিস সদস্য রায় দিয়েছেন— বেসিসের প্রয়োজনীয় সংস্কার শেষে তারপর নতুন কার্যনির্বাহী কমিটির জন্য নির্বাচন হবে। আর ২৩ শতাংশ সদস্য এখনই পুরো কার্যনির্বাহী কমিটির পদত্যাগের পক্ষে রায় দেন।

এদিকে অধিকাংশ সদস্যের মতামতের ওপর ভিত্তি করে কয়েকটি বিষয়ে পরিবর্তন তথা সংস্কার করে দ্রুত নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিতে চায় বর্তমান কার্যনির্বাহী কমিটি। তবে এসবের আগেই বর্তমান কমিটির কয়েকটি পদে আসছে পরিবর্তন।

আরও পড়ুন- বেসিস সভাপতি রাসেল টি আহমেদের পদত্যাগ

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বেসিস সভাপতি রাসেল টি আহমেদের পদত্যাগের দাবিতে বেসিস কার্যালয় অবরুদ্ধ রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী সেখানে উপস্থিতি হয়ে পরিস্থিতি সামাল দেয়। সেদিন সিদ্ধান্ত হয়, গঠনতন্ত্র অনুযায়ীই চলবে বেসিস। তবে শেষ পর্যন্ত ১৭ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বেসিস সভাপতি।

রাসেল টি আহমেদ সরে দাঁড়ানোর মধ্য দিয়ে অবশ্য সমাধান আসেনি। ওই সময় বেসিস সদস্যদের একাংশ দাবি তোলেন, পুরো কার্যনির্বাহী কমিটিকেই পদত্যাগ করতে হবে। এ নিয়ে বেসিস সদস্যদের মধ্যে মতবিভক্তি তৈরি হলে সমাধান আনতে অনলাইন ভোটিং আয়োজন করে বেসিসের বর্তমান কমিটি। সেখানেই বর্তমান কার্যনির্বাহী কমিটির পক্ষে এসেছে রায়।

সম্প্রতি সদস্যদের কাছে বেসিস কার্যনির্বাহী কমিটি থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, ২০ অক্টোবর বেসিসকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নির্বাহী পরিষদের (২০২৪-২৬) পক্ষ থেকে পাঁচটি প্রধান সংস্কারমূলক কার্যক্রমের একটি রূপরেখাসহ বেসিসের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছিল। ৪৮ ঘণ্টার নোটিশে ৫৯৪ জন বেসিস মেম্বার অটোমেটেড ইলেকট্রনিক ভোটিং প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

ভোটের ফলাফল জানিয়ে চিঠিতে বলা হয়, ৪৫৯ জন বেসিস সদস্য (৭৭ দশমিক ২৭ শতাংশ) সংস্কার কাজগুলো সদস্যদের সঙ্গে নিয়ে সম্পন্ন করে নির্বাচন আয়োজনের পক্ষে মতামত দিয়েছেন। আর বর্তমান ইসির এখনই পদত্যাগ করার পক্ষে মতামত দিয়েছেন ১৩৫ জন (২২ দশমিক ৭২ শতাংশ)।

আরও পড়ুন- পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি

নাম প্রকাশ না করার শর্তে বেসিসের একজন পরিচালক বলেন, ‘সভাপতির পদত্যাগের পর আমরা যে অনলাইন ভোটিংয়ের আয়োজন করেছিলাম, সেখানে অধিকাংশ সদস্য আমাদের থেকে যেতে বলেছেন। সংস্কার শেষ নির্বাচন আয়োজনের পক্ষে রায় দিয়েছেন। আমরা এখন সেই কাজ এগিয়ে নিচ্ছি। আমরা আসলে পূর্ণ মেয়াদেও থাকতে রাজি নই। হয়তো আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।’

বেসিসের ওই পরিচালক বলেন, ‘অনেকেই বলছেন— সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদগুলোতে সরাসরি নির্বাচন হোক। অর্থাৎ এখন থেকে যেন প্যানেলভিত্তিক নির্বাচন আর না হয়। আলোচনা শেষে সংবিধানে সংশোধন ও মেম্বার অডিট শেষে আমরা ইজিএম (বর্ধিত সাধারণ সভা) আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ইজিএম যদি এসব সিদ্ধান্ত পাস করে দেয়, তারপরে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব।’

বেসিস সূত্রে জানা গেছে, সংস্কার বিষয়ে সদস্যদের মতামত জানতে মেম্বার মিটের আয়োজন করছে বেসিসের বর্তমান কার্যনির্বাহী কমিটি। বুধবার (৩০ অক্টোবর) ২৭ জন সদস্য নিয়ে মেম্বার মিট অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে পাঁচ থেকে সাতটি মেম্বার মিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসবে তার ভিত্তিতেই চলবে পরবর্তী বেসিসের কার্যক্রম।

বেসিসের সিনিয়র সহসভাপতি রাশিদুল হাসান সারাবাংলাকে বলেন, ‘সদস্যদের মতামতের ভিত্তিতে সংষ্কার কাজ এগিয়ে নিতে আমরা মেম্বার মিট করেছি। সেখানে সদস্যদের কথা শুনেছি। পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে আমাদের কার্যনির্বাহী কমিটির কয়েকটি পদেও পরিবর্তন আসবে। আগামীকাল (বৃহস্পতিবার) তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

আরও পড়ুন- বেসিস সভাপতির পদত্যাগ চেয়ে কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

জানতে চাইলে বেসিসের সহসভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ কামাল সারাবাংলাকে বলেন, ‘সদস্যরা যেসব বিষয়ে মতামত দিয়েছে, যে সংস্কারগুলো করতে বলেছে, আমরা সেই কাজ এগিয়ে নিচ্ছি। আমরা এই কাজগুলো করব, কারণ এই কাজগুলো বেসিস সদস্যরা চায়।’ কয়েকটি পদে পরিবর্তন আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়গুলো সংবা দবিজ্ঞপ্তির মাধ্যমে আগামীকাল (৩১ অক্টোবর) আমরা জানাব।’

জানতে চাইলে বেসিসের আরেক পরিচালক মীর শাহরুখ ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যেখানে পলিসি, বাজারে চাহিদা-সুযোগ ও নিরাপত্তার প্রশ্নে ব্যবসা করা দিন দিন কঠিন হয়ে উঠছে, সেখানে একটি কার্যকারী কমিটি না থাকলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ভীষণ কঠিন। বর্তমান সময় বিবেচনায় আমরা ডিজিটালি ও শারীরিক উপস্থিতিতেই ব্যবসায়ী সদস্যদের সঙ্গে বসছি। আশা করি আমরা যৌক্তিকভাবে অধিকাংশের ঐক্যমত্যের ভিত্তিকে ভবিষ্যতের পথ তৈরি করব।’

মীর শাহরুখ আরও বলেন, ‘এর মধ্যে অধিকাংশ সদস্যের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে যে মতামত পেয়েছি, তার ভিত্তিতে আমরা সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সামনের দিনগুলোতে যেন অ্যাসোসিয়েশনে বিভক্তির রাজনীতি না হয় এবং সময়োপযোগী নতুন ধারণাগুলো যেন গঠনতন্ত্রে প্রতিফলিত হয়, সেই কাজ করছে আমাদের গঠনতন্ত্র সংশোধন কমিটি। এর বাইরে মেম্বারশিপ অডিট নিয়ে আমাদের মেম্বারদের কাছ থেকে ধারণা নেওয়া হচ্ছে। সংস্কার শেষ করে আমরা দ্রুত একটি নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।’

বেসিসের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৮ মে। নির্বাচনে তিনটি প্যানেলের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পায় রাসেল টি আহমেদের ‘ওয়ান টিম’। ১১টি পদের বিপরীতে আটটিতেই জয়ী হয় তার টিম। বিপরীতে তিনটি পদে জয় পায় মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বাধীন ‘টিম স্মার্ট’ প্যানেল। কোনো পদেই জিততে পারেনি ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলামের নেতৃত্বে গড়া ‘টিম সাকসেস’।

সারাবাংলা/ইএইচটি/টিআর

অনলাইন ভোটিং বেসিস বেসিস কার্যনির্বাহী কমিটি বেসিস নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর