এইচপিভি টিকায় বিরূপ প্রভাব নেই, গুজব না ছড়ানোর আহ্বান
৩০ অক্টোবর ২০২৪ ২৩:৫৩
ঢাকা: ভোলায় হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাদানকে কেন্দ্র করে অসুস্থ হওয়ার ঘটনায় টিকার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি হেলথ) অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর। এ বিষয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরে এইচপিভি ভ্যাকসিন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) এবার সাত বিভাগে ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ জনকে এইচপিবি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে স্কুলে ৫৮ লাখ ৬২ হাজার ৯১৮ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ৩৪ লাখ ৪৬ হাজার ৬১৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, আর টিকা নিয়েছে ১৮ লাখ ১৭ হাজার ৩২৬ নারী শিক্ষার্থী।
ডিজি হেলথ বলেন, ১৮ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭১ জনের শরীরে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, যা শূন্য দশমিক এক চার শতাংশ। টিকা দেওয়ার ক্ষেত্রে এই হার একেবারেই নগণ্য। শতকরা ৪ থেকে ৫ জন আক্রান্ত হলে তখন সেটাকে সরাসরি পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ধরে নেওয়া হয়।
ভোলার ঘটনা ব্যাখ্যা করে অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, সেখানে দুজন শিক্ষার্থীকে প্রথমে টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর তারা কিছুটা অসুস্থতা অনুভব করলে তাদের একটি কক্ষে শুইয়ে দেওয়া হয়। এ অবস্থা দেখে সেখানকার অন্য শিক্ষার্থীরাও জ্ঞান হারায়। এর মধ্যে পাঁচজনকে টিকা দেওয়াও হয়নি। তাই প্রাথমিক ভাবে এটিকে মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সাধারণত টিকা দিলে জ্বর, ব্যাথার মতো উপসর্গ দেখা দিলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে এসব উপসর্গ না দেখা দিলে শরীরে টিকা কার্যকর হয়েছে কি না, সেটি বোঝাও যায় না বলে জানান অধ্যাপক ডা. মো. আবু জাফর।
সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, অত্যন্ত নিরাপদ এইচপিভি টিকার সঙ্গে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক নেই। সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধ করার জন্য এইচপিভি টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি অন ভ্যাকসিন সেফটি (GACVS) তথ্য বিশ্লেষণ করে মতামত দিয়েছে, এইচপিভি টিকার সঙ্গে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক নেই।
তারা বলেন, ডেনমার্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে গবেষণা করে এটাও নিশ্চিত হওয়া গেছে যে এইচপিভি টিকার সঙ্গে গুরুতর কোনো বিরূপ প্রতিক্রিয়ারও সম্পর্ক নেই। গর্ভাবস্থায় এইচপিভি টিকা দিলে গর্ভস্থ শিশুর ওপর এর কোনো বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়নি বলেও জানান বিশেষজ্ঞরা।
সারাবাংলা/এসবি/টিআর
অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর এইচপিলি টিকা ডিজি হেলথ স্বাস্থ্য অধিদফতর হিউম্যান প্যাপিলোমাভাইরাস