Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় প্রাণ গেল ববি শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ০০:২৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১১:০১

নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসটির চাপায় নিহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিম। ইনসেটে মিমের বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র। ছবি: সারাবাংলা

বরিশাল: বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় মাইশা ফৌজিয়া মিম (২০) নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দপদপিয়া সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাস বেপরোয়া গতিতে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে যাচ্ছিল। ওই সময় ববি ছাত্রী মাইশা ফৌজিয়া মিম হাত উঁচিয়ে সড়ক পার হচ্ছিলেন। কিন্তু বাসটি ওই ছাত্রীর ওপর অর্তকিতভাবে উঠিয়ে দিয়ে চলে যায়। আশপাশের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান বলেন, আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী মিমকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/টিআর

বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর