Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফের সেরা হলেন যারা

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ০৯:৩৯

সাফের সেরা ফুটবলার ঋতুপর্ণা

নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফ ফুটবলের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। দলীয় শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত সেরার পুরস্কারও উঠেছে বাংলাদেশের ফুটবলারদের হাতেই। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবারের সাফের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। দুর্দান্ত কিপিংয়ের জন্য সেরা কিপারের খেতাব উঠেছে বাংলাদেশের রুপনা চাকমার হাতে।

বিজ্ঞাপন

২০ বছর বয়সী ঋতুপর্ণা টুর্নামেন্টের শুরু থেকেই ছিলেন দারুণ ফর্মে। বাঁ প্রান্তে তার জাদুকরি ফুটবলের সুবাদেই প্রতিটি ম্যাচে গোলের সুযোগ তৈরি করতে পেরেছে দল। ফাইনালের আগে একটি গোল ছিল তার ঝুলিতে। নেপালের বিপক্ষে বাঁ প্রান্ত থেকে অবিশ্বাস্য এক শটে গোল করে বাংলাদেশের শিরোপা নিশ্চিত করেন ঋতুপর্ণাই।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করায় ঋতুপর্ণার হাতেই উঠেছে সেরা ফুটবলারের ট্রফি। সেরা ফুটবলারের ট্রফি জেতার পর ঋতুপর্ণা বলছেন, তার স্বপ্ন পূরণ হয়েছে, ‘অনেক ভালো লাগছে এই ট্রফি জিতে। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলাম। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থন ও দোয়ার সুবাদেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

ঋতুপর্ণার মতো দুর্দান্ত এক টুর্নামেন্ট কেটেছে বাংলাদেশ কিপার রুপনারও। পুরো টুর্নামেন্টে মাত্র ৪টি গোল হজম করেছেন তিনি। গতবারও দারুণ পারফরম্যান্সের সুবাদে সেরা গোলকিপার হয়েছিলেন রুপনা। সেই সাফল্য এবারও ধরে রেখে সেরা কিপারের পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি।

৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ভুটানের ডেকি লাজম। ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও পেয়েছে ভুটান।

 

সারাবাংলা/এফএম

ঋতুপর্ণা চাকমা নারী সাফ ফুটবল বাংলাদেশ রুপনা চাকমা

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর