Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১০:১৫

স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে ভয়াবহ বন্যা

স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবারের (২৯ অক্টোবর) প্রবল বৃষ্টিপাতের ফলে হঠাৎ বন্যা দেখা দেয়। আকস্মিক বন্যায় দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষজন। আবহাওয়া পরিস্থিতির অবনতির কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

পূর্বাঞ্চলে ভ্যালেন্সিয়ারের চিভা শহরে মঙ্গলবার (২৯ অক্টোবর) মাত্র আট ঘণ্টার মধ্যে এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা এএমইটি।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। বুধবার (৩০ অক্টোবর) জাতীয় ভাষণে সানচেজ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

দেশটির সরকার জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। শুধুমাত্র ভ্যালেন্সিয়াতেই ৯২ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি পশ্চিমের কাস্তিয়া-লা মানচায় দুইজন এবং মালাগায় একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে স্প্যানিশ সেনাবাহিনী ও জরুরি সেবাকর্মীরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনেককে বাড়ির বারান্দা ও গাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে।

ভ্যালেন্সিয়ার বাসিন্দা গিলারমো সেরানো পেরেজ বলেন, ‘বৃষ্টির কারণে পানি সুনামির মতো মহাসড়ক দিয়ে নেমে আসছিলো এবং আমরা বাঁচার জন্য পরিবারকে নিয়ে একটি সেতুর ওপর আশ্রয় নিয়েছিলাম।’

উল্লেখ্য, ১৯৭৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যা বিপর্যয়। তখন বন্যায় দক্ষিণ-পূর্ব অঞ্চলে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

বন্যা বিপর্যয় ভ্যালেন্সিয়া প্রদেশ মৃত স্পেন

বিজ্ঞাপন
সর্বশেষ

সাফের সেরা হলেন যারা
৩১ অক্টোবর ২০২৪ ০৯:৩৯

সম্পর্কিত খবর