Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় লাশ পোড়ানো সেই পুলিশ কর্মকর্তা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১২:১১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪১

ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আজ সকাল ১০টায় পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আরও পড়ুন- আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানো: গ্রেফতার পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গতকাল বুধবার রাতে তাকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। শাহবাগ থানা পুলিশ সকালে ট্রাইব্যুনালে নিয়ে আসে।

এর আগে ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সারাবাংলা/কেআইএফ/এমপি