Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনের মন্তব্যের জবাবে সমাবেশে ময়লা সংগ্রাহকের পোশাকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১২:৪৫

বাইডেনের আপত্তিকর মন্তব্যের জবাবে নির্বাচনি সমাবেশে ময়লা সংগ্রাহকের পোশাকে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পে বুধবার (৩০ অক্টোবর) উইসকনসিনে সমাবেশে ময়লা সংগ্রাহকের পোশাক পরে বক্তব্য দিয়েছেন জো বাইডেন রিপাবলিকান সমর্থকদের ‘ময়লা’ বলে উল্লেখ করার প্রতিবাদে। বুধবার (৩০ অক্টোবর) উইসকনসিনে ট্রাম্প গারবেজ ট্রাক চালান প্রতিপক্ষের মন্তব্যের জবাব হিসেবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বুধবার (৩০ অক্টোবর) ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পৃথক নির্বাচনি প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, কমলা হ্যারিস সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছেন , নির্বাচনে জয়ী হলে জীবনযাত্রার ব্যয় কমানো তার অগ্রাধিকার হবে। তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার ভোটই আপনার কণ্ঠস্বর।’

নির্বাচনের দ্বারপ্রান্তে এসে ইপসসের এক জরিপে উঠে এসেছে, ৪৮ শতাংশ সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস।

প্রসঙ্গত, ট্রাম্প-বাইডেনের বিতর্কের সূত্রপাত হয় রিপাবলিকানদের একটি নির্বাচনী সমাবেশ থেকে যেখানে একজন বক্তা পুয়ের্তো রিকোকে ‘ভাসমান আবর্জনার দ্বীপ’ বলে মন্তব্য করেন।

এর পরিপ্রেক্ষিতে বাইডেনের মন্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘আমি একমাত্র যে ময়লা ভাসতে দেখছি, তা হলো তার (ট্রাম্প) সমর্থকরা।’

সারাবাংলা/এনজে

কমলা হ্যারিস জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর