Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন, গুলিবিদ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১২:৫৪

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মিরপুর-১৪ তে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে কচুক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করতে এলে শ্রমিকেরা তাদের ওপর ইট পাটকেল ছুঁড়তে থাকে। আত্মরক্ষায় পুলিশ প্রথমে লাঠিচার্জ করে ও এক পর্যায়ে রাবার বুলেট ছোঁড়ে। এতে দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে কচুক্ষেত এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। এসময় সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে যায়। পুরো এলাকা বন্ধ করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি এখনো থমথমে।

বিজ্ঞাপন

আহতেরা হলেন- সেনটেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আলআমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গার্মেন্টস কর্মী কবির হোসেন জানান, একই এলাকার মৌসুমী নামের একটি গার্মেন্টসের কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে কর্মচারীরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেয়। তখন সবাই এক সঙ্গে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুঁড়লে দুজন গুলিবিদ্ধ হন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ দুজনকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এরমধ্যে ঝুমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়েছে চিকিৎসকেরা। তবে আলআমিনের পিঠে গুলিবিদ্ধ হয়েছে। তার অস্ত্রপচার চলছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দেওয়ার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিভাতে ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই রাস্তায় ছিল। পোশাক শ্রমিকেরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ স্পটে রয়েছে।

সারাবাংলা/ইউজে/এসএসআর/এমপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর