Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১২:৪৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪১

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চার জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল, সিদ্দিক উল্লাহ মিয়া, মো. জাকির হোসেন।

বিজ্ঞাপন

পরে আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল সারাবাংলাকে বলেন, একুশে টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে তৎকালীন সরকার তারেক রহমান, একুশে টেলিভিশনের চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিল। পরে এই মামলা বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়।

আজ শুনানি শেষে আদালত মামলাটি বাতিল করে রায় দিয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে রূপায়ণ গ্রুপ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩

নিয়োগ দিচ্ছে কর্ণফুলী গ্রুপ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৩

বিক্রয় ডটকমে কাজের সুযোগ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০

আরো

সম্পর্কিত খবর