১৫৯ রানে গুটিয়ে গিয়ে ফলো-অনে বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৪ ১৩:২২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৩৭
তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪৮ রানে ৮ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর অবশ্য মোমিনুল-তাইজুল জুটিতে দারুণ এক প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত খুব বড় স্কোর করতে পারেনি তারা। তৃতীয় দিনের লাঞ্চের পরপরই প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪১৬ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিং নামবেন শান্তরা।
প্রথম সেশনের শেষ ঘণ্টায় দারুণ ব্যাটিং করেছিলেন মোমিনুল-তাইজুল। লাঞ্চের পর সেঞ্চুরির লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন মোমিনুল। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অংক ছোঁয়া হয়নি তার। ৮২ রান করা মোমিনুলকে ফিরিয়েছেন মুথুসামি। মুথুসামির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মোমিনুলকে।
মোমিনুল ফেরার আগে অবশ্য তাইজুলের সাথে গড়েছেন ১০৩ রানের জুটি। ৫০ রানের মাঝে ৮ উইকেট হারানোর পর ৯ম উইকেটে টেস্ট ইতিহাসে এই প্রথম ১০০ রানের জুটি গড়ল কোনো দল। মোমিনুল ফেরার পর খুব বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ।
শেষ উইকেট হিসেবে তাইজুলকে ফেরান কেশভ মহারাজ। ৩০ রানের ইনিংস খেলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরলে থামে বাংলাদেশের ইনিংসও।
এদিকে তৃতীয় দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। ৯ রান করা শান্তকে ফেরান রাবাদা। পরের ওভারে ফেরেন মুশফিকও। রানের খাতা না খুলেই প্যাটারসনের বলে জর্জির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
পরের ওভারে জোড়া আঘাত হানেন রাবাদা। মেহেদি মিরাজ ও অভিষেক হওয়া মাহিদুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে রীতিমত ধ্বংসস্তূপে পরিণত করেন তিনি। ১ রান করে মিরাজ প্যাভিলিয়নে ফিরেছেন ভেরেইনের হাতে ক্যাচ দিয়ে। শূন্য রানে মাহিদুল ফিরেছেন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। এতেই টানা দুই ইনিংসে ফাইফার পেলেন রাবাদা।
৪৮ রানে ৮ উইকেট হারিয়ে অল্পতেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। সেখান থেকে অবিশ্বাস্য এক জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছেন মোমিনুল-তাইজুল। ৯ম জুটিতে দারুণ ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকান বোলারদের হতাশায় ডুবিয়েছেন এই জুটি।
সারাবাংলা/এফএম