Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি গঠনের জন্য যেভাবে কাজ করবে সার্চ কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৪:৫০

নির্বাচন কমিশন গঠনের জন্য ছয় সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি। এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করতে হবে।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটি গঠনের এই প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এতে সই করেছেন।

বিজ্ঞাপন

সার্চ কমিটিতে বাকি যে পাঁচজন সদস্য স্থান পেয়েছেন তারা হলেন— হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুক ইসলাম, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

আরও পড়ুন- বিচারপতি জুবায়েরের নেতৃত্বে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

সার্চ কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২’ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে।

আইন বলছে, এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার ও বাকি চার নির্বাচন কমিশনারের প্রতিটি পদের বিপরীতে দুজনের করে নাম প্রস্তাব করতে হবে সার্চ কমিটিকে। অর্থাৎ সার্চ কমিটি ১০ জনের নামের একটি তালিকা পেশ করবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি ওই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করে নির্বাচন কমিশন গঠন করে দেবেন।

বিজ্ঞাপন

সার্চ কমিটির দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২-এর ৪ ধারায়। এই ধারার ১ উপধারায় বলা হয়েছে, অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। এই কমিটি আইনে বর্ণিত যোগ্যতা, অযোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও সুনাম বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারশ করবে।

আরও পড়ুন- ‘নির্বাচনমুখী’ যাত্রায় সরকার, কারা থাকছেন সার্চ কমিটিতে

নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তি সন্ধানের বিষয়ে ২ উপধারায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের উদ্দেশ্যে সার্চ কমিটি এই আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের অনুসন্ধান করবে। এ উদ্দেশ্যে রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে এই কমিটি নাম আহবান করিতে পারবে।

২০২২ সালে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের পর প্রথম সার্চ কমিটি গঠিত হয়েছিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ও পরবর্তী সময়ে প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া ওবায়দুল হাসানের নেতৃত্বে। ওই কমিটি নিজেরা বৈঠক করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং বিশিষ্টজনদের সঙ্গেও বৈঠক করে ওই কমিটি।

এ ছাড়া সর্বস্তরের মানুষের কাছ থেকে আইনে উল্লেখ করা যোগ্যতা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারর পদে যোগ্য ব্যক্তিদের নামও আহ্বান করে সার্চ কমিটি। দফায় দফায় বৈঠক করে ওইসব নাম থেকে শুরুতে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা যায়। এরপর সার্চ কমিটি সবশেষ একটি বৈঠকের মাধ্যমে সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সেই তালিকা হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয় সার্চ কমিটির কার্যক্রম।

সারাবাংলা/টিআর

ইসি ইসি গঠন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সার্চ কমিটি সিইসি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর