Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া মুক্তিযোদ্ধা যাচাইয়ের কাজ শুরু, চিহ্নিত ৭৬

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৪:৪২

ঢাকা: ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে তালিকা যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এরইমধ্যে ৭৬ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করা হয়েছে যাদের জন্ম মুক্তিযুদ্ধের পরে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা তৈরির মধ্য দিয়ে এই কাজ শুরু হয়েছে। যাচাই বাছাইয়ে সনদ ভুয়া প্রমাণিত হলে ওই সকল চাকরিজীবিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে ১৮ হাজার ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট জারি করে মন্ত্রণালয়।
এর মধ্যে আওয়ামী লীগের মন্ত্রী, নেতারা মুক্তিযোদ্ধা সনদের জন্য আবেদন করেন। যাদের অনেককে যাচাই-বাছাই ছাড়া গেজেটভুক্তও করা হয়েছে বলে জানা গেছে। আবার টাকার বিনিময়ে সনদ দেওয়ার অভিযোগও রয়েছে। এসকল অভিযোগ আমলে নিয়ে ভুয়া সনদ চিহ্নিতের কাজ শুরু করেছে অন্তবর্তী সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।

মুক্তিযোদ্ধাদের তালিকা জেলা, উপজেলা পর্যায়ে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। আর সেখান থেকে দেখে সংশ্লিষ্ট এলাকার মানুষ চিহ্নিত করবে।

মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা সত্যিকার অর্থে যুদ্ধ করেছিলেন তাদের নিজ এলাকায় মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। তাদের কথা এলাকার সকলেই জানে। তবে যারা ভুয়া মুক্তিযোদ্ধা জনগণই তাদের চিহ্নিত করবে।

উপদেষ্টা আরও বলেন, আসল মুক্তিযোদ্ধাদের তালিকার মধ্যেই রয়েছে ভুয়াদের নাম। এগুলোই যাচাই বাছাইয়ের কাজ শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করে দুই দফা তালিকা যাচাই বাছাইয়ের কাজ করে। সে সময়ও তাদের সরকারের সচিব পর্যায়ের কর্মকর্তারাও ভুয়া সনদধারী হিসেবে চিহ্নিত হয়েছেন।

সারাবাংলা/জেআর/এমপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর