খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা হাইকোর্টে বাতিল
৩১ অক্টোবর ২০২৪ ১৪:০৮
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।
মামলা বাতিলে জারি রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল ও মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি মো. জসিম সরকার।
যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় ২০১৫ সালের ৩ মার্চ রাজধানীর দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়। ওই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় খালেদা জিয়াকে ২০ নম্বর আসামি করা হয়। মামলায় ফৌজদারি কার্যবিধির ৪৩৫/৩০৭/১০৯ ধারায় অভিযোগের পাশাপাশি বাসে আগুন দিয়ে ৬০ হাজার টাকা ক্ষয়ক্ষতি করার অভিযোগ আনা হয়।
এরপর মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
হাইকোর্ট শুনানি নিয়ে ২০১৭ সালের ১৬ মে মামলার কার্যক্রম স্থগিত করে। পাশাপাশি মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেন।
এরপর গত ২৯ অক্টোবর ওই রুল শুনানির জন্য বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়।
আজ (৩১ অক্টোবর) শুনানি শেষে আদালত ওই রুল যথাযথ ঘোষণা করে মামলা বাতিল করে রায় দেন।
তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল:
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল ও আইনজীবী মো. জাকির হোসেন।
এর আগে গতকাল (৩০ অক্টোবর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১টি মামলার কার্যক্রম বাতিল করেন হাইকোর্ট।
সারাবাংলা/কেআইএফ/এনজে