Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহকে অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৪:১৬

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। গত ১৫ বছর ধরে তিনি এ পদে ছিলেন।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপ সচিব আব্দুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৮ ক-এ প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ’র চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে পদ থেকে অপসারণ করা হল।

এ কে এম ফজলুল্লাহ ১৯৬৮ সালে ওয়াসার সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অবসর নেন ২০০০ সালে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৬ জুলাই প্রথমবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ পান। এরপর আরও এক বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

২০১১ সাল থেকে আওয়ামী লীগ সরকারের প্রভাবে খাটিয়ে চট্টগ্রাম ওয়াসা বোর্ড গঠন করে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ তৈরি হলে প্রথম দফায় তিন মাসের জন্য এমডির দায়িত্ব পান তিনি। পরে কয়েক দফায় পুনঃনিয়োগে গত ১৫ বছর ধরে এ দায়িত্ব পালন করেছেন এ কে এম ফজলুল্লাহ।

সারাবাংলা/আইসি/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর